পাইকগাছায় গাঁজা সহ মহিলা মাদক ব্যবসায়ী আটকঃ
মোঃ সাহেব আলী (পাইকগাছা প্রতিনিধি)
খুলনার পাইকগাছায় গাঁজাসহ জরিনা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। আটককৃত জরিনা বেগমের বাড়ি খুলনা ,কয়রা উপজেলার , হরিয়ানানগর গ্রামের – অহেদুজ্জামান গাজীর স্ত্রী।
শুক্রবার (২৬ এপ্রিল) বেলা ১টার সময় মাদক মুক্ত পাইকগাছা গড়ার লক্ষ্যে খুলনা জেলা পুলিশের কর্ণধার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাঈদুর রহমান,পিপিএম(বার) মহোদয়ের নির্দেশনা মোতাবেক পাইকগাছা থানার দক্ষ অভিজ্ঞ অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমানের বুদ্ধিমত্তাই , মাদক সেবন, মাদক ব্যবসায়ী, জুয়া ,সন্ত্রাস ,চাঁদাবাজি চুরি ও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত কাউকে ছাড় নেই, তারই ধারাবাহিকতায় পুলিশের অভিযানে পাইকগাছা পৌরসভাধীন শিববাটি এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা ভ্যানিটি ব্যাগে করে অভিনব কায়দায় বহন করা অবস্থায় মহিলা মাদক ব্যবসায়ী জরিনা বেগম (৩৫)কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০গ্ৰাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
পাইকগাছা থানার ওসি ওবায়দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিববাটি এলাকায় অবৈধ মাদক ব্যবসায়ী আসছে । এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জরিনা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে থাকা ভ্যানেটি ব্যাগ থেকে ৫০০গ্ৰাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে পাইকগাছা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।