খুলনায় দেশীয় তৈরি ০১ টি ওয়ানশুটার গানসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬ঃ
মোঃ ইমরান হোসেন জেলা প্রতিনিধি খুলনাঃ
১। র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২। এরই ধারাবাহিকতায় ২৪ এপ্রিল ২০২৪ তারিখ র্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন গোপালখালি সাকিনস্থ গোপালখালি বাসস্ট্যান্ড সংলগ্ন গোপালখালি গ্রাম এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্রসহ অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক ০১:৩০ ঘটিকার সময় খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন গোপালখালি সাকিনস্থ গোপালখালি বাসস্ট্যান্ড সংলগ্ন গোপালখালি গ্রামে যাওয়ার পাঁকা রাস্তার প্রবেশ মূখে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রসী ১। মৃন্ময় রায় (৪৮), পিতা-মৃত নির্মল কৃষ্ণ রায়, মাতা-মায়া রায়, সাং-গোপালখালি, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনাকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১টি দেশীয় তৈরি ওয়ানশুটার গান, ০১টি মোবাইল এবং ১০ হাজার টাকা উদ্ধার পূর্বক জব্দ করে।
৩। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে বটিয়াঘাটা থানা মাদক মামলা নং ১৮/২৪/৪/২৪ ধৃত আসামি কে ২৪/৪/২৪ তারিক বিকাল ৩ টায় জেল হাজতে প্রেরণ করা হয়।