বটিয়াঘাট থানায় জিআর পরোয়ানা মূলে ০১ জন ও সিআর পরোয়ানা মূলে ০৪ পলাতক আসামি গ্রেফতারঃ
শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো চীফঃ
খুলনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার) মহোদয়ের সঠিক দিক নির্দেশনায়, রিপন কুমার সরকার, অফিসার ইনচার্জ বটিয়াঘাটা থানা খুলনা, এর তত্বাবধানে এসআই/ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহ র্যাব-১০ কেরানীগঞ্জ, ঢাকা এর সহযোগিতায় একজন ব্যক্তির নামে ০৫ টি সাজা ওয়ারেন্ট ১)জিআর-৪৬/১৬(দাকোপ) এর ০৫ বছরের সাজা ও ২০,০০০/- টাকা অর্থদন্ড ২)দায়রা-১০৭৩/১৫ এর ০৫ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২,৮০,০০০/ টাকা অর্থদন্ড ৩)সিআর-৪৯৩/১৭(সোনাডাঙ্গা) এর ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৬২,৫৯,৩৭০/ টাকা অর্থদন্ড ৪) এসসি-৯৮১/১৫ এর ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১১,৮০,০০০/ টাকা অর্থদন্ড ৫) সিআর-৫৫২/১২ এর ২ বছর ০৬ মাসের সশ্রম কারাদন্ড ও ৬০০০/ টাকা অর্থদন্ড মূলে আসামি মোঃ হাসানুর রহমান আকুঞ্জি ওরফে হাসান আকুঞ্জি ওরফে মোঃ আবুল কালাম আকুঞ্জি ওরফে আবুল হাসান আকুঞ্জি বহুরুপি মানুষ, পিতা- মোঃ আতিয়ার রহমান আকুঞ্জি সাং- তলাপাড়া থানা- বটিয়াঘাটা জেলা – খুলনাকে ঢাকার বাড্ডা এলাকা হইতে গ্রেফতার করা হয়। এবং বটিয়াঘাটা থানা এলাকা হইতে অভিযান পরিচালনা করে জিআর পরোয়ানা মূলে ০১ জন ও সিআর পরোয়ানা মূলে ০৪ জন আসামি কে গ্রেফতার করিয়া প্রয়োজনীয় পুলিশ প্রহরায় অদ্য-২২/০৪/২৪ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার বলেন আমাদের অভিজান অব্যাহত থাকবে।