কাবিন ব্যবসায়ী, প্রতারক তাহমিনা আক্তার টুম্পা ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে সংবাদ সম্মেলন
মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।
চট্টগ্রামে বিয়ের অভিনয় করে ব্যবসায়ীর কাছ থেকে স্ট্যাম্প, চেক ও প্রায় ২০লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে তাহমিনা আক্তার টুম্পা নামে এক নারী। ঐ নারীর বিরুদ্ধে একাধিক বিয়ে ও কাবিন ব্যবসায়ী, প্রতারনার অভিযোগ এনে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে ২০ এপ্রিল বেলা ১১ টায় সংবাদ সম্মেলন করেছে রমিজ আহম্মদ(৫৮) নামের পঞ্চাশর্ধ এক ভুক্তভোগী। এছাড়া প্রতারক টুম্পার নামে চট্টগ্রাম আদালতে প্রতারনাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
ভুক্তভোগীর দাবী প্রতারক তাহমিনা আক্তার টুম্পাসহ তার সহযোগীদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক।
উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মানবাধিকার কর্মী
জান্নাতুল আরেফা চৌধুরী মিথিলা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন
এ বি এম গিয়াস উদ্দিন, মোঃ সাঈদ রেজা, মোঃ মানিক, এয়ার মোহাম্মদসহ আরো অনেকে।