হাবিলাসদ্বীপ রেণুবালা স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট-২৪ উদ্বোধনদ্বীপ রেণুবালা স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট-২৪ উদ্বোধন
ক্রিট টুর্ণামেন্ট-২৪ উদ্বোধন
মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।
চট্টগ্রাম পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হাবিলাসদ্বীপ গ্রামের সর্দ্দারপাড়া নিউ স্টার ক্লাব কর্তৃক আয়োজিত স্বর্গীয় রেণুবালা স্মৃতি শর্টপিচ নাইট ক্রিকেট টুর্ণামেন্ট-২৪ আজ ১৯ এপ্রিল শুক্রবার হাবিলাসদ্বীপ ব্যাংক মাঠ প্রাঙ্গণে বর্ণাট্য জমজমাট আয়োজনে উদ্বোধন হয়েছে। উক্ত টুর্নামেন্টে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা মস্যৎজীবিলীগের আহবায়ক সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী হাবিলাসদ্বীপে রাস উৎসব উদযাপন পরিষদ সভাপতি অনির্বাণ চৌধুরী টুটুল,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রকৌশলী কনক চৌধুরী বাবু,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিকিৎসক সঞ্জীব চক্রবর্তী,মেম্বার দোলন কান্তি দত্ত,প্রকৌশলী রাজিব দাশ,সমাজসেবক ইদ্রিস খানঁ কপিল,বাদল সর্দ্দার,আওয়ামীলীগ নেতা মোঃ শফিকুল ইসলাম, দিদারুল ইসলাম, হারুনুর রশীদ ,অঞ্জন চৌধুরী, টিটু দাশ,অলক দত্ত, জাহাঙ্গীর আলম,জয়নাল আবেদিন,স্বপন সর্দ্দার,বিকাশ চৌধুরী, দয়াল সর্দ্দার,সজীব দাশ,রানা দাশগুপ্ত, আবদুল্লা আল মকিম,সুনক সর্দ্দার,মোঃ তারেক প্রমূখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকাশ সর্দ্দার।