মুক্তা হচ্ছে বাংলাদেশি একটি পানির ব্র্যান্ডের নাম। পুরোনাম “মুক্তা ড্রিঙ্কিং ওয়াটার
শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো চীফঃ
মুক্তা হচ্ছে বাংলাদেশি একটি পানির ব্র্যান্ডের নাম। পুরোনাম “মুক্তা ড্রিঙ্কিং ওয়াটার (Mukta Drinking Water)“। এই পানির উৎপাদন প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই করে এর সাথে যুক্ত প্রায় তিনশ’র অধিক প্রতিবন্ধী ভাই বোনেরা। তাদের দ্বারাই পরিচালিত হয় মুক্তা পানির কারখানা। আর পানির বিপনন থেকে যে লাভ হয়, তা সম্পূর্ণটাই ব্যয় হয় আমাদের দেশের প্রতিবন্ধী মানুষদের উন্নয়নে। সুতরাং এই পানি যত বেশি বিক্রি হবে ততোটাই কল্যাণ হবে আমাদের দেশের সকল প্রতিবন্ধী মানুষদের।
মুক্তা পানির কারখানার ঠিকানা: গাজীপুরের টঙ্গীতে অবস্থিত, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে (শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট) সুইডিশ কারিগরি সহায়তায় এই কারখানাটি পরিচালিত হয়।
পোস্টটি শেয়ার করে সকলকে দেশীয় পণ্য ব্যবহার করার জন্য উৎসাহ প্রদান করুন। দেশীয় পণ্য ব্যবহার করুন দেশের টাকা দেশে রাখুন।