পঞ্চগড়ের নব নির্বাচিত চ্যালেঞ্জিং মেম্বার নাছির উদ্দীন সাহেবের শপথ পাট করান নির্বাহী অফিসার ও ম্যাজিস্টেট বোদা,পঞ্চগড়"
রিপোর্টঃ পঞ্চগড় ব্যূরো চীফ মোখলেছুর রহমান চৌধূরী।
পঞ্চগড়ের বোদায়,চাঁর নং কাজলদিঘী কালিয়াগঞ্জের দুই নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার নাসির উদ্দীনের শপথ গ্রহন গত 18/04/24ইং বৃহঃপতিবার বিকাল 3.00ঘটিকায় বোদা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট নিজ কার্যালয়ে সরকারি বিধিঃমোতাবেক শপথ গ্রহন দৃঢ ভাবে ঘোষনা পত্র প্রদান করেন।উপস্থিত ছিলেন উপজেলা চেয়্যার ম্যান ফারুক আলম টপি,সমাজ সেবা অফিসার তৈকিনুর আহম্মেদ,জেলা প্রেস ক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র নির্বাহী সদস্য এবং সিনিয়র ক্রাইম সাংবাদিক মোখলেছুর রহমান চৌধূরী ও ভ্রাম্যমান সাংবাদিক আব্দুল্লাহীল কাফী সহ ভি আই পি অনেকে।শপথ শেষে উপজেলা চেয়্যার ম্যান কক্ষে উপস্থিত সবাই কে মিস্টি মূখ করান চেয়্যারম্যান জনাব ফারুক আলম টপি ।পরিশেষে বিশেষ নবাগত মেম্বার নাসির কে সরাসরি বঙ্কবন্ধূ ও শেখ হাসিনার পরিবার ভূক্ত আদর্শ বান, নির্ভিক,পরিচ্ছন্ন কর্মি ও জনপ্রিয় পরিক্ষীত নেতা হওয়ায় তাকে 5 পাঁচ বছরের সকল সরকারী ও দলীয় অনূদান যথাযথ ভাবে প্রদান করার ঘোষনা ফারুক আলম টপির।উপ নির্বাচনে জয়ী মেম্বার নাসির উদ্দীনের জন্য নির্বাচনী ওয়ার্ড 4 সহ পূরো ইউনিয়ন বাসী মনে প্রানে আনন্দের আত্নহারা হয়। নবাগত মেম্বার নাসির উদ্দীন সমগ্র ইউনিয়ন বাসীর মনে ভরসার জায়গা করে নিল জানান পঞ্চগড় বাসী।