দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৭ এপ্রিল এক অবিস্মরণীয় দিন।
আওয়ামী লীগ কার্যালয়, ১৭ এপ্রিল২৪ খ্রিঃ
ঐতিহাসিক মুজিব নগর দিবসে জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৭ এপ্রিল এক অবিস্মরণীয় দিন। সেদিন মুজিবনগর সরকার খ্যাত বিপ্লবী সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মূলত মুক্তিযুদ্ধ প্রাতিষ্ঠানিক রূপ পায়। ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ চলাকালে এ সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনসহ রাজনৈতিক-কূটনৈতিক কর্মকাণ্ড এবং ভারতে আশ্রয় নেওয়া প্রায় ১ কোটি শরণার্থীর পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে। মুক্তিযুদ্ধের সফল পরিণতিও ঘটে এ সরকারের দক্ষ পরিচালনায়।বঙ্গবন্ধুর নির্দেশনায় এ সরকারের নেতৃত্বেই বাঙালি জাতি স্বাধীনতা লাভ করে।তিনি আরোও বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনের মাধ্যমে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে অবদান রাখবে।
১৭ এপ্রিল বিকালে প্রবাসী সরকারের মুজিব নগর দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহম্মদে খান জবার পরিচালনায় আলোচনায় অংশ নেন এবং উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড সুজিত অধিকারি, সহ-সভাপতি এ্যাড. কাজী বাদশা মিয়া, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, বি এম এ ছালাম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মো. রকিকুল ইসলাম লাবু, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, মোঃ জামিল খান, কৃষকলীগ জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ মানিকুজ্জামান অশোক, জেলা যুবলীগের সভাপতি চৌধুরি রায়হান ফরিদ, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, অজিত বিশ্বাস, সামসুদোহা বাংঙ্গালী, রেজাউল ইসলাম রাজা, জিল্লুর রহমান ডলার, আবু সাঈদ রনি , আল আমিন এহসান, দ্বীপ পান্ডে বিশ্ব, মোঃ আব্দু্ল হক, তানভীর রহমান আকাশ, আশিকুজ্জামান তানভীর, কাজি নাজিব, চিশতি নাজমুল, মো রাসেল শেখ, ইঞ্জিঃ মিঠুন ঘোষ, উজ্জ্বল হাওলাদার, রেজোয়ান ইমন, মফিজুর রহমান মুন্না, শরিফুল ইসলাম তনু, রাকিব মাহমুদ, পলাশ রায়, আবিদ হাসান ফাহিম, রায়হান জামান অয়ন, রেজওয়ান ইমন, আবির হোসেন হৃদয়, আরিফ আহমেদ জয়, শহিদ আফ্রিদি প্রমুখ।
এদিকে বুধবার সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিকাল ০৫ টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।