খুলনা জেলার বটিয়াঘাটা থানায় গাজা সহ গ্রেপ্তার ১
শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো চীপঃ
খুলনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার) মহোদয়ের সঠিক দিক নির্দেশনায়, জনাব রিপন কুমার সরকার, অফিসার ইনচার্জ বটিয়াঘাটা থানা খুলনা এর নেতৃত্বে বটিয়াঘাটা থানার এসআই (নিরস্ত্র) মোঃ শফিকুল ইসলাম সংগীয় অফিসার-ফোর্সসহ, মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। বটিয়াঘাটা থানাধীন সুরখালী ইউনিয়নের গজালিয়া গ্রাম এলাকা হইতে ৫৫ (পঁঞ্চান্ন) গ্রাম গাঁজা সহ ০১ জন আসামী গ্রেফতার করে, উক্ত ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয় এবং এএসআই (নিরস্ত্র) মোঃ তরিকুল ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় নন-জিআর মামলার ০১জন আসামী গ্রেফতার করেন। আসামীদ্বয়কে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় অদ্য-১৫/০৪/২৪ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।