পটিয়ায় বর্ষবরণ অনুষ্ঠান-১৪৩১ ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন
-------------------------------------
মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম। চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান-১৪৩১ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।পটিয়া সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদ-১৪৩১ এই অনুষ্ঠানের আয়োজন করেন।অনুষ্ঠানের মধ্যে ছিলো মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা বাঙ্গালীর হাজার বছরের কৃষ্টি কালচারের ইতিহাস ও ঐতিহ্যের অংশ লোকগীতি জারি সারি গানের সংগীতা অনুষ্ঠান।
সকালে পটিয়া সরকারি কলেজ মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরুহয় এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম-১২ পটিয়ার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী ও অন্যান্য শিক্ষা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এরপর আলোচনা
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান এমপি।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ পটিয়ার মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সেক্রেটারি জননেতা মুফিজুর রহমান,দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা প্রদীপ দাশ,পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল,পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জনি,পটিয়া উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারি অধ্যাপক মোঃ হারুনুর রশিদ সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের গণ্যমান্য নেতৃবৃন্দ। পরে পটিয়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজারো দর্শক শ্রোতাকে মাতিয়ে রাখেন।