পঞ্চগড়ের 43 টি ইউনিয়নের মধ্যে শ্রেষ্ঠ, স্বচ্ছ,আদর্শবান,নির্ভীক মেম্বার তরিকুল ইসলাম”
মোঃহেকমত আলী মন্ডল জেলা প্রতিনিধি পঞ্চগড়।।
পঞ্চগড়ের বোদা,কাজলদিঘী কালিয়াগঞ্জের দুই নং ওয়ার্ড মেম্বার আওয়ামীলীগ দলিয় জনপ্রিয় নেতা জনাব তরিকুল ইসলাম গত 13 ই এপ্রিল রোজ শনিবার সন্ধা সাত টায় নিজ বাসভবনে অত্র নির্বাচনী এলাকার কিছু বীর মূক্তিযোদ্ধা,হাজী ও সকল নেতা কর্মি কে নিয়ে বিশাল মত বিনিময় সভা আয়োজন করেন।পাশা পাশি ইউনিয়নের সকল নেতা কর্মি ও উপকার ভোগী বিভিন্ন এলাকার হাজার হাজার নারী পূরুষের উপছে পড়া ভীড় জমতে দেখা যায়।নির্বাচনী ওয়ার্ড-2 সহ সমগ্র ইউনিয়নের জনগনের সকল সমস্যা মতবিনিময় সভায় তুলে ধরা হয়।সূনামধন্য মেম্বার তরিকুল ইসলাম সভায় আলোচনার শেষে উপস্থিত জনতাদের জন্য নিজ অর্থায়নে সামান্য তবারক প্যাকেট সকলের হাতে হাতে প্রদান করেন।দুই নং ওয়ার্ড বাসী সহ ইউনিয়ন বাসীর সকল শ্রেনীর ভোটার গন জানান আগামীতে অত্র ইউনিয়নের ভরসাঁ মেঘে ঢাকা তারকা মেম্বার তরিকুল ইসলাম কে ভবিষ্যতে চেয়্যারম্যান হিসাবে দেখার মন্তব্য করেন।মতবিনিময় সভার শেষে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসীনার সার্বিক সহযোগীতা মেম্বার তরিকুল সাহেবের পবীত্র হাত দ্বারা সমগ্র ইউনিয়নের সার্বিক উন্নয়ন যথাযথ কামনা করেন পঞ্চগড় বাসী।