পাইকগাছা গৃহবধুকে গলায় রশিপেচিয়ে আত্নহত্যা, মেয়ের পিতার অভিযোগ হত্যাঃ
মোঃ সাহেব আলী (পাইকগাছা প্রতিনিধি)
পাইকগাছা থানাপুলিশ আম্বিয়া বেগম(৩০) নামে এক গৃহবধু গলায় রশিপেচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি শনিবার ভোর ৪ টায় উপজেলার গড়েরডাঙ্গা গ্রামে। মৃত দেহের সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। থানায় মেয়ের পিতা সাত্তার গাজী বাদী হয়ে মৃত্যু প্ররোচনা মামলা করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ স্বামী বাবুল হোসেনকে গ্রেফতার করেছে।
উপজেলার লস্কর ইউনিয়নের মেয়ের পিতা সাত্তার গাজী জানান, আমার মেয়ে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতো। আমার মেয়েকে ঢাকায় বিবাহ দেওয়া হয়। আমার মেয়ে পরিবহন যোগ বাড়ি আসার সময় উপজেলার গড়ের ডাঙ্গা গ্রামের হাবিবুর মালির ছেলে বাবুল হোসেন(২৬) সাথে পরিচয় হয়। বিভিন্ন সময় তাকে মোবাল ফোনে কথা বলে প্রেমের ফাদে ফেলে, সে বিবাহ করবে বলে আগের স্বামীকে তালাক দেয়। পরে খুলনার একটি কাজী অফিসে নিয়ে ভূয়া নাম ঠিকানা ব্যবহার করে আমার মেয়েকে বিবাহ করে। আমার মেয়ের নামে খুলনায় একটি জমি রয়েছ। ৬ মাস যেতা না যেতেই সে জমি বিক্রি করে টাকা দিতে বলে স্বামী বাবুল হোসেন । আমার মেয়ে জমি বিক্রি করে টাকা দিতে অস্বীকার করায় শনিবার ভোর রাতে মেরে গলায় রশি পেচিয়ে ঝুলিয়ে রাখে। সংবাদ পেয়ে থানাপুলিশকে জানাই। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করে সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। এ দিকে মেয়ের পিতা বাদী হয়ে থানায় হত্যার প্ররোচনা মামলা করেছে। মৃতের স্বামী বাবুল হোসেনকে ঘটনাস্থল নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে বলা যাবে হত্যা না আত্না।