হোয়াইক্যং ঝিমংখালী বিজিবির অভিযানেইসহাকের প্রজেক্ট হতে ১লাখ ৩০হাজার ইয়াবা উদ্ধার
জামাল উদ্দীন - কক্সবাজার জেলা প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ১১ এপ্রিল ২০২৪ তারিখ রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ ঝিমংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১৭ হতে আনুমানিক ১০০ গজ দক্ষিণে ইসহাকের ঘের নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ জীম্বংখালী বিওপি হতে একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত স্থানে গমন করতঃ কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়ি বাধের পার্শ্বে জঙ্গলের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক ৮ ঘটিকায় বিজিবি টহলদল দুইজন ব্যক্তিকে ০২টি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে মায়ানমার থেকে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইসহাকের ঘের এলাকার দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তিরা টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তাদের হাতে থাকা ০২টি প্লাস্টিকের ব্যাগ ফেলে রাতের অন্ধকারের সুযোগে দ্রুত সাতরিয়ে মায়ানমারে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল বর্ণিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীদের ফেলে যাওয়া ০২টি প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে ১,৩০,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন অবস্থায়) জব্দ করা হয়। পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত এলাকায় ২১৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রযেছে।