তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধিঃ
অসহায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করেছে জেলা আওয়ামী লীগের সদস্য, ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও বিশ্বাস প্রপার্টিজের সিইও মোঃ আজগর বিশ্বাস তারা। সোমবার বিকালে নগরীর রায়েরমহলস্থ বিশ্বাস প্রপার্টিজের কর্পোরেট অফিস চত্বরে ঈদ উপহার হিসেবে ৫ শতাধিক নারী-পুরুষদের শাড়ি-লুঙ্গি ও থ্রি-পিস এবং আরও ৫ শতাধিক ব্যক্তিদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। ঈদের পূর্বে নতুন কাপড় পেয়ে খুশিতে উচ্ছ্বাস প্রকাশ করে সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষেরা। শেখ রায়হান হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, এডমিন ডিরেক্টর শিকদার আশিকুর রহমান, ডিরেক্টর আতিকুজ্জামান মুরাদ, সাজ্জাদুর রহমান প্যারিস, এ্যাডভোকেট শরিফুল ইসলাম, মাহবুবুর রহমান, মারুফুল ইসলাম, রবিউল ইসলাম রবি, রওনোকুল ইসলাম বনি, খুলনা জেলা যুবলীগ নেতা মাজহারুল ইসলাম, সাদ্দাম হোসেন মিঠু, গোলাম মোর্তাজা সাগর ও ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা শেখ রাকিবুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী।
এসময় মোঃ আজগর বিশ্বাস তারা বলেন, ঈদুল ফিতর মুসলমানদের জন্য একটি্ৃৃ আনন্দের দিন। আর এ আনন্দ ভাগ করে নিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলেই হবে আমার ঈদের সার্থকতা।