মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জর উপজেলার জামালপুরে অসহায় গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছে ” “হেল্প ফর দ্যা হিউমিনিটি” নামক স্বেচ্ছাসেবী একটি সংগঠন।
জানা যায়, আবু রায়হানের বাবা (মৃত নয়ন) পেশায় একজন দিনমজুর ছিলেন। বছর খানেক আগে তিনি মারা যান। স্বামী মারা যাওয়া বিধবা ৭ বছরের এতিম ছেলেকে নিয়ে খুব কষ্টে দিনযাপন করে আসছেন। প্রতিবেশী এক আত্মীয়ের ঘরে থাকতেন কিন্তু নিজের মাথা গোজার মতো কোন ঘর ছিলনা। এতিম ছেলে এবং মার বসবাসের অসুবিধার কথা শুনে এগিয়ে আসে “হেল্প ফর দ্যা হিউমিনিটি” সংগঠন। পরবর্তীতে উক্ত পরিবারটির আত্মীয়- স্বজনদের সহোযোগিতায় এবং
সংগঠনটির ফান্ডহতে আর্থিক সহোযোগিতায় ঘরটি নির্মাণে সহায়তা করা হয়।
ঘর পেয়ে এতিম আবু রায়হান আনন্দে আত্নহারা।
তাদের ঘরটি অনেক সুন্দর হয়েছে বলে জানায় সে। রায়হানের মাও ঘর পেয়ে অনেক খুশি। তিনি বলেন, “এতদিন মানুষের ঘরে থাকতে হতো, এখন নিজের ঘরে থাকতে পারবো, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে”। এসময় সংগঠনের জন্য এবং এর সাথে জড়িত সকল সদস্যদের জন্য তিনি দোয়া করেন। ভবিষ্যতেও যাতে একরকম ভালো কাজ করতে পারে এই আশা করেন তিনি।
ঘর হস্তান্তরের সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ মাহমুদুল হাসান মুকুল, সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ এবং মোঃ শামীম।
এসময় সংগঠনটির সভাপতি জানান, এটি তাদের গৃহ নির্মান প্রকল্প -৩ | এতিম এই পরিবারটির জন্য ঘর নির্মাণে সহায়তা করতে পেরে তিনি অনেক খুশি, পাশাপাশি সংগঠনের সকল সদস্যদেরও তিনি ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে থাকার আশ্বাস দেন। তিনি আরো বলেন, সদস্যদের মাসিক চাঁদার ভিত্তিতে পরিচালিত হয় সংগঠনটি তাই ইচ্ছা থাকা সত্বেও এধরণের কাজে তেমন সহায়তা করা যাচ্ছে না। তাই সমাজের বিত্তশালীরা যদি সংগঠনের আর্থিক সাহায্যে এগিয়ে আসেন তাহলে সংগঠনটি গরীব-দুঃখীদের পাশে আরো ভালভাবে দাড়াতে পারবে। তাই বিত্তবানদেরকে সংগঠনটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান সভাপতি।
“হেল্প ফর দ্যা হিউমিনিটি” সংগঠনটি ২০১৮ সালে কয়েকজন বন্ধুদের নিয়ে গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখছে সংগঠনটি। এর আগেও তারা গরীর অসহায় পরিবারের জন্য গৃহ নির্মান প্রকল্প ১ ও ২ কার্যকর করেছেন। তাছাড়া নিরাপদ পানির জন্য নলকূপ স্থাপন, চিকিৎসা সেবার জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি, মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, প্রতি ঈদে অসহায় পরিবারের জন্য ঈদ শুভেচ্ছা উপহার কর্মসূচি সহ উন্নয়ন মূলক কর্মকাণ্ডে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সংগঠনটি।