তুষার কবিরাজ তুডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ার খর্ণিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে একটি মৎস্য ডিপো হতে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ৫০০ কেজি গলদা চিংড়ি জব্দ করে বিনষ্ট করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম আশিষ মোমতাজ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,উপজেলার খর্ণিয়া বাজারের সাকি মোল্লার মালিকানাধীন মেসার্স মোল্ল্যা ফিস ডিপোতে চিংড়িতে অপদ্রব্য করার খবর পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় আদালতের উপস্হিতি টের পেয়ে ডিপো কর্তৃপক্ষ পালিয়ে যায়। এ সময় চিংড়িতে অপদ্রব্য পুশ করার সরঞ্জাম এবং কেমিক্যালসহ পুশকৃত ৫০০ কেজি গলদা চিংড়ি জব্দ করে উপজেলা সদরে এনে মাছগুলো গাড়ির চাকায় পিষ্ট করে এবং কেরোসিন মিশিয়ে বিনস্ট করা হয়। আদলত পরিচালনায় সহযোগিতা করেন জেলা মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ উপপরিচালক মোঃমনিরুজ্জামান,কোয়ালিটি কন্ট্রোল অফিসার লিফটন সরদার ও এ,বি,এম জাকারিয়া, রুহুল আমীন, উপজেলা ভূমি অফিসের বেঞ্চ সহকারি নাসির উদ্দীন সানা সহ থানা পুলিশের সদস্যবৃন্দ।