প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৩:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৪, ৯:৪৯ অপরাহ্ণ
ওড়াকান্দিতে চলছে পরম ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম তিথি উপলক্ষে মহাবারুনীর স্নান উৎসব ও মেলাঃ
ওড়াকান্দিতে চলছে পরম ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম তিথি উপলক্ষে মহাবারুনীর স্নান উৎসব ও মেলাঃ
শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো চীপঃ
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ধামে অনুষ্ঠিত হচ্ছে পরম ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৩ তম জন্মতিথিতে মহবারুনীর স্নান উৎসব ও তিন দিনব্যাপী মেলা। এটি সনাতনী সম্প্রদায় ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ উৎসব। শনিবার সকাল ৭টা ২১ মিনিট থেকে শুরু হওয়া স্নান চলবে রবিবার সূর্য উদয় পর্যন্ত। কলির পাপ থেকে মুক্তি ও পুর্ণ লাভের আশায় দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিভিন্ন দেশ বিদেশ থেকে আসা পুণ্যার্থীরা অংশ নিয়েছে এই স্নান উৎসবে। এ উপলক্ষে ওড়াকান্দির ঠাকুরবাড়ির চার কিলোমিটার এলাকাজুড়ে বসেছে বিশাল মেলা। প্রতিবছরই ওড়াকান্দি ঠাকুরবাড়িতে স্নান উত্সব ও বারুনী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এটা স্থানীয় সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান হিসেবে পরিচিত। এই উৎসবে প্রায় ১৫ লাখ লোকের সমাগম ঘটেছে ।এই স্নান উৎসবে যোগ দিতে ভক্তরা জাতীয় পতাকা, শান্তির প্রতীক লাল-সাদা কাপড়ের নিশান উড়িয়ে ডাক,শংখ , কাঁসরের বাজনার তালে হরিবল উচ্চারণে পুরো এলাকা মাতিয়ে তুলছে পূর্ণ ব্রম্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর বাড়ি,মুক্তিবারিধী শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের ভক্তরা । এবারের বারুনীর স্নান উৎসবে দেখা যায় শ্রীশ্রী অশ্বিনী গোঁসাই সেবাশ্রমের সভাপতি শ্রী কপিল কৃষ্ণ মন্ডল এর নেতৃত্বে প্রেমিক কবি অশ্বিনী গোঁসাই এর মতুয়ার দলের ব্যানারে প্রায় ৮০০ ভক্তদের এক বিশাল সুশৃঙ্খলা মাতুয়ার দল, ভক্তদের হাতে দেখা যায় প্রায় ৩০০ ডঙ্কা, ১৫০ পিচ কাসঁর ও নিশান। এ ছাড়া ভক্তরা ভগবান হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা-অর্চনা শেষে ঠাকুরবাড়িতে অবস্থিত কামনা সাগর ও বাসনা সাগরে স্নান করে ঠাকুরের কাছে পাপ থেকে মুক্তি ও পুণ্য লাভ এবং সংসার ও সকল জীবের ও দেশবাসীর মঙ্গল প্রার্থনা করছেন আগত ভক্তের জন্য মহা প্রসাদের ব্যাবস্থা আছে।
Copyright © 2024 KB TV News 24.com. All rights reserved.