শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো চীপঃ
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা ৪ নং সুরখালি ইউনিয়ন এর বুনারাবাদ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন এসআই / রুবেল হোসেন এসআই / বাাবুল হোসেন এএসআই /ইদ্রিস হোসেন সঙ্গীয় ফোর্স সহ চৌকশ টিম।জনৈক সবিনয় গোলদার বাড়ি ৩ নং গঙ্গারামপুর ইউনিয়ন এর আমতলা গ্রামের বাসিন্দা জনঐক্য সবিনয় গোলদার এর মৌমিতা পোল্ট্রি ফার্ম আছে ৪ নং সুরখালি ইউনিয়ন বুনারাবাদ গ্রামে, সেই ফার্মের কর্মচারী ধৃত আসামি ১) শিপন মন্ডল (৩১) ২)বিশ্বজিৎ বিশ্বাস (৫০) দের থাকার ঘরের দক্ষিণ পাশ্ব হইত, ইং ০৪/০৪/২০২৪ তারিখ রাত্র ০২.৩০ ঘটিকার সময় ১ টি কাচা গাঁজার গাছ উচ্চতা ১০ ফিট সহ আসামি ১) শিপন মন্ডল (৩১) পিতা- পরিমল মন্ডল ২) বিশ্বজিৎ বিশ্বাস (৫০) পিতা- মৃত বিনোদ বিহারী বিশ্বাস উভয়সাং- বুনারাবাদ থানা- বটিয়াঘাটা জেলা- খুলনা কে গ্রেফতার করেছে। অনেক দিন ধরে গাছটি বড় হয়েছে,বটিয়াঘাটা থানা এস আই রুবেল হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেছেন, মামলা নং ৪/ ৪-৪-২০২৪ ধৃত আসামি দের ৪/৪/২৪ দূপর ২ টায় জেল হাজতে প্রেরণ করা হয়,নাম না বলতে বুনারাবাদ গ্রামের বিশিষ্ট ব্যাক্তি বলেন দীর্ঘ দিন লেগেছে গাছটি বড় হতে এবিষয় ফার্মের মালিক কে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন ধৃত আসামি রা কর্মচারী মাত্র চাকরি হারানোর ভয়তে অনেক কিছু বলতে পারেনা। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার বলেন মাদকের বিরুদ্ধে এই অভিযান চলবে, মাদকের সঙ্গে কোন আপস চলবেনা।