প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১২:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ণ
সৈকতে ভেসে আসছে অর্ধগলিত মৃতদেহ
সৈকতে ভেসে আসছে অর্ধগলিত মৃতদেহ
জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া সমুদ্র সৈকতের পাড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ ভেসে আসছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ এবং তার পরিচয় সনাক্ত করা যায়নি।
মঙ্গলবার (২এপ্রিল) বিকেলে টেকনাফ উপজেলার সাবরাং কাটাবুনিয়া স্লুইসগেইটের ১৫০ গজ দক্ষিণ পাশে অর্ধগলিত অবস্থায় মৃতদেহটি দেখতে পান বলে জানান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলের সময় আমরা জানতে পারি স্লুইসগেইটের দক্ষিণ পাশে একটি অর্ধগলিত মৃতদেহ সমুদ্র সৈকতে পড়ে আছে। ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে স্লুইস গেইটের আনুমানিক ১৫০ গজ দক্ষিণে দৃশ্যত মৃতদেহটি সনাক্ত করি।
এ বিষয়ে টেকনাফ পুলিশ পরিদর্শক (নিঃ)
তপন কুমার বিশ্বাস বলেন, একটি অর্ধগলিত মরদেহ ভেসে আসার খবরে নৌ পুলিশ ঘটনাস্থলে যায়। এছাড়া অর্ধগলিত মরদেহটির সুরতহাল রিপোর্ট প্রতিবেদন তৈরি করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Copyright © 2024 KB TV News 24.com. All rights reserved.