জামাল উদ্দিন- কক্সবাজার জেলা প্রতিনিধি।
র্যাব-১৫ এর দায়িত্বাধীন কক্সবাজার জেলার বিভিন্ন চিংড়ি ঘের ও লবণের মাঠ দখল কেন্দ্রিক এ সকল অপরাধ দমনে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও নজরদারী বৃদ্ধি করা হয়।
এরই পরিপ্রেক্ষিতে ০২ এপ্রিল মঙ্গলবার রাত ০৩.০০ টার দিকে র্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাত দলের অস্ত্রধারী সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। র্যাবের অভিযানের বিষয়টি বুঝতে পেরে টং ঘরে অবস্থানরত ডাকাত দলের সদস্যরা দিক-বিদিক পলায়নের জন্য ছোটাছুটি করতে থাকে।
এ সময় আভিযানিক দল ধাওয়া করে মহেশখালীর কেরুনতলীর অন্যতম দুর্ধর্ষ সন্ত্রাসী আকতার হোছাইন’ প্রকাশ নুনু ডাকাত সহ ডাকাত দলের চার সদস্য’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরে তাদের স্বীকারোক্তিমতে ঘরটি তল্লাশী করে ০১ টি দেশীয় তৈরী এলজি,০৪টি লম্বা একনালা বন্দুক, ৯৮ রাউন্ড তাজা কার্তুজ, ০৩টি স্মার্ট ফোন এবং ডাকাত দলটির অপরাধ কর্মকান্ডে ব্যবহৃত ০১টি সিএনজি গ্রেফতারকৃত নুরুল আমিনের হেফাজত হতে উদ্ধার করা হয়।
আটক কৃতরা হলে মহেশখালীউপজেলার হোয়নক ইউনিয়নের কবির আহমদ প্রকাশ কবির মাঝির ছেলে আকতার হোছাইন (৪২) মিজ্জিপাড়ার লস্করআলীর ছেলে জয়নালআবেদীন প্রকাশহাতকাটা জয়নাল(৪২) কক্সবাজার সদর থানার ভারুয়াখালী ইউনিয়নের মৃত,উজির আলীর ছেলে,নুরুল হামিদ প্রকাশ খলিফা(৩৯) ও মহেশখালী কালামারছড়া ইউনিয়নের আলী হোসেনের ছেলে নুরুল আমিন (৩৮) বলে জানায়।
গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে ৪/৫ টি করে ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহন প্রক্রিয়াধীন রয়েছ।