বিশেষ প্রতিনিধি পাইকগাছাঃ
পাইকগাছার পল্লীতে আদালতের আদেশ অমান্য করে জনমনে আতংক সৃষ্টি করে চিংড়ি ঘের দখল চেষ্টা এবং মারপিট করে ৫জনকে আহত করেছে। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি।করা হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার কাইনমুখী মৌজায় আনুমানিক ৪০ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ উপজেলার পশ্চিম কাইনমুখী গ্রামের ধীরেন্দ্রনাথ মন্ডল গংদের উপজেলার চারবান্ধা গ্রামের কুমুদরঞ্জন সানা গংদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত জমি মামলা মোকদ্দমা হয় এবং ধীরেন্দ্রনাথদের পক্ষে আদালত রায় হয়।। উক্ত রায়ের পর্যালোচনায় বিজ্ঞ আদালত ধীরেন্দ্রনাথ মন্ডলদের উক্ত জমির দখল ও মালিকানা আছে মর্মে রায়ে উল্লেখ করেন। তাছাড়া ধীরেন্দ্রনাথ মন্ডল দিং উক্ত জমিতে বিভিন্ন সময় ধান্য মৎস্য চাষ করিয়া আসিতেছেন। সম্প্রতি মৎস্য লীজ ঘেরে ব্যবসা অলাভজনক হওয়ায় ধীরেন্দ্রনাথ ও তার ভাইয়ের ওয়ারেশগণ বিভিন্ন সমিতি থেকে বহু টাকা ঋণ নিয়ে উক্ত জমিতে বাঁধ বন্দি ও বাসাবাড়ী সংস্কারে মৎস্য পোনা ছাড়িয়া ঘের পরিচালনা করিয়া আসিতেছে। প্রতিপক্ষ কুমুদ রঞ্জন সানা গংরা ধীরেন্দ্রনাথ মন্ডলের শান্তিপূর্ণ দখলী লীজ ঘেরটি জবর দখলের ষড়যন্ত্র করে। এ বিষয়ে থানার ওসির মাধ্যমে কয়েক দফা বৈঠক হইলেও কুমুদ রঞ্জন সানা শালিসী সিদ্ধান্ত অমান্য করে জবর দখলের হুমকি দিয়ে আসিতেছিল। তখন ধীরেন্দ্রনাথের পক্ষে কৃষ্ণপদ মন্ডল কুমুদরঞ্জন সানাও তার পক্ষীয়দের বিরুদ্ধে ১৪৪ ধারা মতে পাইকগাছা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করে। যার নং- এম.আর ৭৯/২৪, তারিখ- ২৮/০২/২০২৪। উক্ত মামলায় আদালত ওসি, পাইকগাছা থানাকে দখল ভিত্তিক স্থিতিবস্থা ও শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আদেশ দেন। আদালতের আদেশ অমান্য করে কুমুদরঞ্জন সানা ও তার পক্ষীয়রা বৃহস্পতিবার রাতে শতাধিক গুন্ডা-পান্ডা, মাস্তান লইয়া ধীরেন্দ্র মন্ডলের বাড়ী সংলগ্ন লীজ ঘের জবর দখলের চেষ্টা করে ও এ বাড়ী সংলগ্ন লীজ ঘেরে হামলা করে। হামলায় পঞ্চরাম মন্ডল, কৃষ্ণপদ মন্ডল, সন্ধ্যা মন্ডল, পাগলী মন্ডল, দিপংকর মন্ডলকে গুরুতর আহত হয়। ধীরেন্দ্র নাথ বলেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনস্থলে যায় এবং আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে ভুক্তভোগী লীজ মালিক জানমলের নিরাপত্তাসহ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কমনা করেছে। পাইকগাছা থানার ওসি ওবাইদুর রহমান জানান, এখনো অভিযোগ বা এজহার পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।