মোঃ এনামুল শেখ বটিয়াঘাটা উপজেলা খুলনা প্রতিনিধি।
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের গোন্ধামারী গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও গোন্ধামারী সার্বজনীন কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও কে বি টিভি নিউজ ২৪.ডট কম ও দৈনিক নাগরিক ভাবনার সাংবাদিক- শ্রী নিত্যানন্দ মহালদারদারের জ্যাঠামশাই, প্রবিণ আওয়ামী লীগ কর্মী ঠাকুর দাশ মহালদার ৭৫ বছর বয়সে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা রত অবস্থায়, মঙ্গলবার রাত ৩.৫ মিনিটে পরলোকগমন করেন, তিনি ২ পু্ত্র ও ৩ নাতি নাতনি রেখে গিয়েছেন আমরা সাংবাদিক বৃন্দ শোকতপ্ত পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করছি ও বিদেহী আত্মার শান্তি কামনা করি।