রাজশাহী জেলা প্রতিনিধি।
রাজশাহীর সপুরা বিসিক এলাকায় নিটল নিলয় ফিল্টার ইন্ডা: লি: এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির প্রায় সাড়ে ১৪ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। শুক্রবার (২২ মার্চ ) সকাল পৌনে ১০ টায় রাজশাহী সপুরা বিসিক এলাকায় প্লট নং - A -৬/৭ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, সকাল পৌনে ১০ টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এক পর্যায়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।
প্রতিষ্ঠানটির এস আর এক্সিকিউটিভ আব্দুল জামিল ক্ষয়ক্ষতির বিষয়ে জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় পণ্য উৎপাদনের কাঁচা মাল ফিল্টার পেপার ৭৫০ কেজি যার মূল্য ২৪৯০০০ টাকা, এম এস সিট যার মূল্য ২১০০০০ টাকা , ম্যাস নেট টাকার ৯৪৮৬৪ টাকা ও তৈরী পণ্য ৭৯৬৭০০ টাকা এবং মেশিনারিজের ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১২০০০০ লক্ষ্য টাকার।