তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:
ডুমুরিয়ার ধামালিয়ার মান্দ্রা-ময়নাপুর এলাকার একটি সরকারি খাল স্হানীয় কতিপয় প্রভাবশালী কর্তৃক জবর-দখল করে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভূক্তভোগী এলাকাবাসীর পক্ষে নিরাপদ মন্ডল,ভবেন্দ্র নাথ মন্ডল,স্বপন মন্ডলসহ ৩০ জন ব্যক্তি সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,
উপজেলার ধামালিয়া ইউনিয়নের মান্দ্রা-ময়নাপুর এলাকা বাসীর চলাচলের জন্যে একমাত্র ইটের সোলিং রাস্তাটি শ্মাসানঘাট নামক খালের পাড় দিয়ে বয়ে গেছে।
কিন্ত বিগত ২০/২৫ বছর ধরে এলাকার প্রভাবশালী ব্যক্তি
মোঃ মশিয়ার রহমান সরদার, মোঃ লিটন বিশ্বাস,মশিয়ার মোড়ল,সনজিৎ মন্ডল,তাপস মন্ডল,কালাম সরদারসহ কয়েক জন ব্যক্তি রাস্তার পাশের সরকারি খালটি অবৈধ ভাবে দখল করে মাছ চাষ করছেন।
মাছ চাষীরা খালের পাড়ে এবং ভিতরে নেট-পাটা দিয়ে ঘিরে মাছ চাষ করার কারণে পাড়ের রাস্তাটি সংস্কারে প্রতিবন্ধকতা এবং বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ওই খাল পাড়ে সনাতন ধর্মাবলম্বীদের মৃতদেহ সৎকারের জন্যে দু'টি শ্মশান ঘাট থাকলেও রাস্তার বেহালদশা এবং খালে জলাবদ্ধতার কারণে ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ে। ফলে এলাকার সাধারণ মানুষের চরম দূর্ভোগ পোহাতে হয়।
এ বিষয়ে জানাতে চাইলে মাছ চাষী কালাম সরদার বলেন,'আমি আনুমানিক ৮ বিঘার মত খালের জায়গা স্হানীয় তাপস মাস্টারের কাছ থেকে বছরে ৩ লাখ টাকা হারি(লীজ) চুক্তিতে নিয়ে মাছ চাষ করছি।শুনেছি খালের মধ্যে কিছু সরকারি জায়গা আছে।আর সব ব্যক্তি মালিকানার জায়গা। খালের বাকি অংশ মশিয়ার,লিটন, সঞ্জিৎ ওরা মাছ চাষ করে'।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমীন বলেন, নদী-খালসহ সরকারি কোন জায়গা জমি অবৈধ দখল বরদাস্ত করা হবেনা।তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্হা গ্রহন করা হবে।