মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জের উপজেলার টঙ্গী- ভৈরব মহা সড়কের নলছটা এলাকায় ট্রাক কভারভ্যানের সংঘর্ষে ট্রাক চালক নিহতের ঘটনা ঘটেছ।
আজ সোমবার সকাল আনু: ভোর ৫ টার দিকে কালীগঞ্জ উপজেলা দিক হতে একটি দ্রুতগামী ট্রাক টঙ্গী যাওয়ার পথে নলছটা নামক স্থানে ব্রীজের পার হতেই বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের সম্মুখ ভাগ দুমরে মুচড়ে যায়। এবং চালক ভেতরে আটকে মারা যায়। কভার্ড ভ্যানের তেমন কোর ক্ষতি হয় নাই।
নিহত ট্রাক চালক কুষ্টিয়া জেলার খয়ের চারা গ্রামের মৃত: সামছুদ্দিন মন্ডলের ছেলে নুর মোহাম্মদ। ঘটনার পর ট্রাকের হেলপার পালিয়ে যায়।
পরে কালীগঞ্জ থানা সংবাদ পেয়ে এসআই মাজেদুর ইসলাম সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং সড়কটি যানজট মুক্ত করে চলাচলে জন্য সড়কটিকে অবমুক্তি করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মাহতাব আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছে, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।