শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো চীপঃ
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খুলনা জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্য রয়েছে, সূর্যোদয়ক্ষণে সংগঠনের জেলা ও জেলার আওতাধীন সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
গল্লামারি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন।
বেলা ১১ টায় দলীয় কার্যালস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ।
বেলা সাড়ে ১১ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয় মাহফিল।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দেশব্যাপী বিশেষ প্রার্থনা ও উপরোক্ত কর্মসূচি সফল করার জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী আওয়ামী লীগ ও সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।