স্টাফ রিপোর্টার।
সভাপতি – নাজমুল- সম্পাদক মাহবুব আলম
সাংবাদিকদের অধিকার সংরক্ষণ ও নির্যাতন প্রতিরোধ কল্পে মুক্তিযুদ্ধের চেতনায় তথ্য ভিত্তিক সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত ন্যাশনাল রিপোর্টারস ইউনিটি ফোরাম(এনআরইউএফ) এর
চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক ভার্চ্যুয়াল মিটিংয়ের মাধ্যমে একাধিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্পাদকীয় সুপারিশে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এ এস এম সাদেকুল ইসলাম এর সাক্ষরিত অত্র কমিটি অনুমোদিত করা হয়।
অত্র কমিটিতে ২১ ( একুশ) বিশিষ্ট সম্পাদকীয় ও সদস্যের সমন্বয়ে চট্রগ্রাম বিভাগীয় নবগঠিত কমিটি ঘোষিত হয়।
নবগঠিত কমিটিতে মোঃ তোফাজ্জল হোসেন( নাজমুল)কে সভাপতি ও মোঃ মাহাবুব আলম কে সাধারণ সম্পাদক করে
২৫ শে মার্চ সোমবার বিকাল ৪ ঘটিকায় ২১ সদস্যদের সমন্বয়ে ২০২৪-২০২৫ মেয়াদে নবগঠিত বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
সভাপতিঃ তোফাজ্জল হোসেন (নাজমুল) দৈনিক আজকের সত্য প্রকাশ- সাধারণ সম্পাদক মাহবুব আলম দৈনিক আই বার্তা।
নবগঠিত কমিটিতে অন্যান্যরা হলেনঃ
২| সহ-সভাপতি কামরুন তানিয়া -দৈনিক দ্বীনের আলো – উখিয়া কক্সবাজার।
৪|সহ সম্পাদক-মোঃ এমরান হোসেন-পিআইবি একাত্তর – সীতাকুণ্ড। ৫| যুগ্ম সাধারণ সম্পাদকঃ মোঃ ইলিয়াস হোসাইন -দৈনিক সরেজমিন-লাঙ্গলকোট-কুমিল্লা।
৬| সাংগঠনিক সম্পাদক- মোঃ মুক্তার মাহমুদ -দৈনিক বাংলার পত্র
৭| সাংগঠনিক সম্পাদক- শুভ তংআংগ্যা – The mail bd -বান্দরবান। ৮| প্রচার ও প্রকাশনা সম্পাদক-মোঃ রুবেল সরকার-।
৯| দপ্তর সম্পাদক -মোরশেদ আলম – দৈনিক দেশ বুলেটিন -রাঙ্গুনিয়া চট্টগ্রাম।
১০| অর্থ সম্পাদক- মোঃ নুরুল কবির – সাতকানিয়া।১১| সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোজিনা বেগম –দৈনিক আই বার্তা – চট্টগ্রাম।
১২| আইন বিষয়ক সম্পাদক – মুক্তা চৌধুরী – দৈনিক বাংলা ডট কম- চট্টগ্রাম।
১৩| সমাজ কল্যাণ সম্পাদক-এটিএম মাজহারুল ইসলাম – দৈনিক আই বার্তা – কুমিল্লা।
১৪| ক্রীড়া ও পূনর্বাসন সম্পাদকঃ আব্দুর রইফ — দৈনিক আজকের সত্য প্রকাশ – কুমিলা
১৫| তথ্য ও গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক- মোঃ এমরান হোসেন-পিআই,বি ৭১. সীতাকুন্ড-চট্রগ্রাম।
১৬| মানবাধিকার বিষয়ক সম্পাদক-মনিরুল ইসলাম নিজামী-অপরাধ সাংসদ- কুমিল্লা।
১৭| নারী ও শিশু বিষয়ক সম্পাদক -প্রিয়াঙ্কা বড়ুয়া -আজকের সত্য প্রকাশ –আনোয়ারা চট্টগ্রাম।
১৮| কার্যনির্বাহী সদস্যঃ এম মীর হাসান – সিটিজি ক্রাইম টিভি চট্টগ্রাম সিটি।
১৯ কার্যনির্বাহী সদস্যঃ সালা উদ্দিন – সাপ্তাহিক অগ্রযাত্রা -খাগড়াছড়ি।
২০| নির্বাহী সদস্যঃ মোঃ বেলায়েত হোসেন -দৈনিক দ্বীনের আলো – লক্ষ্মীপুর।
২১| নির্বাহী সদস্যঃ মোঃ আরমান চৌধুরী – দৈনিক প্রতিদিনের কাগজ-রাউজান,চট্টগ্রাম
২২| নির্বাহী সদস্যঃ
প্রতিষ্ঠাতা সভাপতি বলেন
সংগঠন হলো ঐক্যবদ্ধ প্লাটফর্ম আমরা সকলের অংশগ্রহণ, পরামর্শ ও মতামত নিয়ে মফস্বল সংবাদকর্মী সহ নিপীড়িত সাংবাদিকদের অধিকার সংরক্ষণ ও নির্যাতন প্রতিরোধ কল্পে এক ও একতাবদ্ধ থাকবো। একই সাথে সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষিত সাংবাদিক হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকবে এই সংগঠন।
পরে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে নবগঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।