মোঃ মুক্তাদির হোসেন কালিগঞ্জ প্রতিনিধ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা মিয়া শনিবার রাত ৮:৩০ মিনিটে কালীগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন।( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজীউন)। তিনি উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিউরী গ্রামের মরহুম আব্দুল মালেক এর পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার সকাল ১১টায় খলাপাড়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় সোম টিওরী কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান। পরে দ্বিতীয় জানাজা নামাজ শেষে টিওরী সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা মিয়া’র মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ডাকসুর ভিপি ও জিএস, গাজীপুর-৫ কালীগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজজামান, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুনির উদ্দিন আহমেদ, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন (পনির), কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মো. আশরাফুল হক (শিশির)সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।