তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতি’র সাথে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও মিডিয়া ব্যক্তিত্ব মোঃ আজগর বিশ্বাস তারা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী আবদুল্লাহ। আমন্ত্রিত অতিথি তারা বিশ্বাস বলেন, সাংবাদিকদের কল্যাণে তহবিল গঠন করা একটি যুগান্তকারী পদক্ষেপ।এর উত্তর উত্তর অগ্রগতি হোক আমি সেই কামনা করি এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল। সাংবাদিক মাহাবুব রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি অরুন দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত ফৌজদার, কোষাধ্যক্ষ এস রফিকুল ইসলাম, সাংবাদিক জিএম ফিরোজ আহম্মেদ, শেখ আব্দুস সালাম, সেলিম আবেদ, গাজী আব্দুল কুদ্দুস, গাজী মাসুম, গাজী নাসিম, সাব্বির খান ডালিম, সুজিত মল্লিক, শেখ সিরাজুল ইসলাম, আরশাফুল আলম, সুমন ব্রহ্ম, মুরাদ হোসেন ও মাজাহারুল ইসলাম।