জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
মাদক পাচারের একটি গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে গত ২১ মার্চ ২০২৪ তারিখে র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া দরিয়ানগরস্থ কক্সবাজার-টেকনাফ সড়কের বড়ছড়া ব্রিজের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপনপূর্বক তল্লাশী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান চলাকালীন অনুমান ০৬.১০ ঘটিকার সময় ০১টি নীল রংয়ের Apache RTR ব্রান্ডের মোটর সাইকেলের দুইজন আরোহী র্যাবের চেকপোষ্ট বুঝতে পেরে দ্রুত গতিতে অতিক্রম করার চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতদের আচার-আচরণ সন্দেহজনক হওয়ায় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তল্লাশী করে তাদের হেফাজতে থাকা ০১টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা থেকে ০১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও ০১ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার এবং অবৈধ অস্ত্র পরিবহন কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত অস্ত্রধারীদ্বয়ের বিস্তারিত পরিচয় - ১) মোঃ আনোয়ার (৩৯), পিতা-ইকবাল হোসেন এবং ২) জামশেদুল আলম রিয়াদ (২৪), পিতা-রশিদ আহমেদ, উভয় সাং-কোট বাজার, খন্দকার পাড়া, ০১নং ওয়ার্ড, রত্মাপালং ইউনিয়ন, থানা- উখিয়া, জেলা-কক্সবাজার বলে জানা যায়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কক্সবাজারের বিভিন্ন অস্ত্র তৈরীর কারখানা থেকে অস্ত্র সংগ্রহ করে স্থানীয় সন্ত্রাসীদের নিকট ক্রয়-বিক্রয় করে থাকে। এছাড়াও গ্রেফতারকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সুযোগ বুঝে কক্সবাজারের বিভিন্ন স্থানে ডাকাতি, ছিনতাই ও অপহরণসহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ড করতো।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।