জামাল উদ্দীন -টেকনাফ উপজেলা প্রতিনিধি কক্সবাজারঃ
এরই ধারাবাহিকতায় মাদক পাচারের একটি গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে গত ২১ মার্চ ২০২৪ তারিখ অনুমান ০৭.১৫ ঘটিকার সময় র্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন জামতলী বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান চলাকালীন র্যাবের আভিযানিক দলকে দেখতে পেয়ে সন্দেহজনকভাবে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়ায় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তল্লাশী করে তার পরিহিত লুঙ্গীর কোমরের বাম পাশে বিশেষ কৌশলে গুজিয়ে রাখা অবস্থা থেকে ০১টি দেশীয় তৈরী এলজি ও ০৩ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতের বিস্তারিত পরিচয় - মোহাম্মদ জোবায়ের (২৮) (রোহিঙ্গা), পিতা-মোহাম্মদ, মাতা-মৃত রয়িদা খাতুন, সাং-জামতলী ক্যাম্প নং-১৫, ব্লক-এইচ, উখিয়া, কক্সবাজার বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্রেফতারকৃত মোহাম্মদ জোবায়ের জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক। সে ২০১৭ সালে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহ পরীর দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং ক্যাম্প-১৫, জামতলীতে বসবাস শুরু করে। পরবর্তীতে ২০২০ সালে আরসায় যোগদান ও আরসার হয়ে আধিপত্য বিস্তারের লক্ষ্যে নানাবিধ অপরাধমূলক কর্মকান্ড করে থাকে বলে জানা যায়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার উখিয়া থানায় এজাহার দাখিল করা হয়েছে।