1. admin@kbtvnews24.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিল পাবলা প্রদীপ বালার মৃত্যুতে সাংবাদিক নিত্যানন্দ মহালদারের শোক প্রকাশঃ জননেতা ব্যারিস্টার মীর হেলাল’কে রেজাউল করিম নেছারের অভিনন্দন চরকানাই হয়রত আস’আদ আলী ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্ট-২৪ এর উদ্ভোদন আজ বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী টেকনাফে বিজিবি চেকপোস্টে ফেন্সিডেল সহ গ্রেফতার-১ ১৬ ডিসেম্বর ঢাকা স্বাদীনির পর,  প্রচন্ড  যুদ্ধের পর ১৭ ডিসেম্বর মুক্ত হয় খুলনাঃ নড়াইলে মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি ও পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননাঃ স্বৈরশাসকের দোসররা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজন গ্রেফতার সাবেক সংসদ সদস্য আবু রেজা নদভী ঢাকায় আটক

ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ পেলেন নোবিপ্রবির মহিউদ্দিন মানিক 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ পেলেন নোবিপ্রবির মহিউদ্দিন মানিকঃ 

নোবিপ্রবি প্রতিনিধি : মিলন হুসাইন

দীর্ঘদিন ধরে গবেষণা কাজে যুক্ত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের ১১ বাচের শিক্ষার্থী মহিউদ্দিন মানিক। তিনি মূলত সামুদ্রিক শৈবাল (সীউইড) ও বাইভালভ নিয়ে প্রায় ৩ বছরের বেশি সময় ধরে গবেষণা করছেন।  ইরাসমাস মুন্ডাস ACES-STAR  প্রোগ্রামটিতে ইউরোপের তিনটি দেশে (স্কটল্যান্ড,ফ্রান্স,গ্রীস) বিশ্বব্যাপী অ্যাকুয়াকালচার সম্পর্কে বিশেষ করে  সীউইড ও বাইভালভ নিয়ে আরো জ্ঞান অর্জন করার সুযোগ রয়েছে তিনি যখন এই বিষয়গুলো জানতে পারেন তখন তিনি কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে তিনি মনোনীত হয়েছেন।

ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্সে পড়াশোনার সুযোগ দেয় ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে তিনশ’র বেশি বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৮৫টি প্রোগ্রামে ২০ হাজারের মতো শিক্ষার্থী ও ১৫০০ জনের মতো পিএইচডি শিক্ষার্থী প্রতি বছর উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পায়। বিশেষ করে জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামে ৪টি সিমেস্টার ভিন্ন দেশে ভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে। প্রত্যেক দেশ থেকেই আলাদা মাস্টার্স ডিগ্রির সার্টিফিকেট দেওয়া হয় এই স্কলারশিপের মাধ্যমে।

স্কলারশিপ নিয়ে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চায় তাদের বিষয়ে মহিউদ্দিন মানিকের কাছে জানতে চাইলে তিনি বলেন “যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চায় তাদের জন্য ইরাসমাস মুন্ডাস মাস্টার্স স্কলারশিপ খুবই ভালো একটা সুযোগ।  বিশেষত যারা ফিশারীজ, মেরিন সায়েন্স এর ব্যাকগ্রাউন্ড এর ছাত্র ছাত্রী তাদের জন্য খুবই ভালো একটা প্রোগ্রাম হল ACES-STAR।  যারা বাইরে মাস্টার্স করতে চায় স্কলারশিপ নিয়ে তারা অনার্স ফাইনাল ইয়ার থেকে প্রস্তুতি নেওয়া উচিত। IELTS এ মিনিমাম ৬.৫ পেতে হবে এবং গবেষণা কাজে যুক্ত হতে হবে যাতে করে ১-২ টা পেপার ভালো জার্নালে পাবলিশড থাকে। এটা খুব  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্কলারশিপ পেতে”।

তিনি মৎস্য ও সমুদ্র  বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আমাদের দেশে বিপুল পরিমাণ সামুদ্রিক সম্পদ রয়েছে। আমাদের মতো শিক্ষার্থীরা যদি এই প্রোগ্রামের আওতায় আসে তাহলে সামুদিক সম্পদ যেমন মাছ, সীউইড, সামুদ্রিক ঝিনুক ইত্যাদি সম্পর্কে, তাদের চাষ সম্পর্কে এবং বানিজ্যিকভাবে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন পন্য উৎপাদন নিয়ে ব্যাপক পরিসরে জানতে পারবে  যা  বাংলাদেশের  সুনীল অর্থনীতির উন্নয়নে প্রয়োগ করা যাবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park