তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি,,,,
খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মুহাম্মদ আল-আমিন যোগদান করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে তিনি উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার(ভূমি) এস,এম আশিষ মোমতাজ এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস,এম আশিষ মোমতাজ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান।পরে নবাগত ইউএনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এ সময় তিনি সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে সাধারণ মানুষ যাতে কাঙ্খিত সেবা পায় এ লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকেও সে লক্ষ্যে কাজ করার নির্দেশনা দেন।
প্রসঙ্গত: নবাগত ইউএনও মুহাম্মদ আল আমিন ২০১৭ সালের ৩৫ তম বিসিএস প্রশাসন ব্যাচের সরকারি কর্মকর্তা হিসেবে প্রথমে নড়াইল ডিসি অফিসে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। এরপর তিনি ফরিদপুর ডিসি অফিস, ফরিদপুরের ভাঙ্গা, ফরিদপুর সদর, টঙ্গী রাজস্ব সার্কেলে সহকারী কমিশনার ( ভূমি) হিসেবে দায়িত্ব পালনের পর সর্বশেষ খুলনা ডিসি অফিসের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
গত বছর ২০ আগষ্ট তিনি পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। গত ১৮ মার্চ খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক আদেশে তাকে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়। বুধবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন তিনি।ইউএনও আল আমিন শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ সখিপুর থানার মাধুরী সরকার কান্দি গ্রামের কৃতি সন্তান। তার বাবা জনতা ব্যাংকের কর্মকর্তা ছিলেন এবং মা গৃহিণী। উল্লেখ্য, বিদায়ী ইউএনও শেখ নুরুল আলম কে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় বদলি জনিত কারণে পদটি শুন্যে হওয়ায় নবাগত ইউএনও মুহাম্মদ আল-আমিন তার স্হলাভিষিক্ত হলেন।#