শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো চীপঃ
আত্মোপলব্ধি, আত্মপ্রত্যয়,অসাম্প্রদায়িক, সৌভ্রাতৃত্ব,বিশ্ব শান্তি ও বিশ্বের সকল জীবের কল্যাণ কামনায় ৮ ষ্ট প্রহারব্যাপী ১২ তম শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান -১৪৩০ বঙ্গাব্দ খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বয়ার ভাঙ্গা মধ্যপাড়া সরকার বাড়ি ৪ ই চৈত্র, ১৮ ই মার্চ সোমবার শুভ অধিবাসের মধ্য দিয়ে, ৫ চৈত্র, ১৯ মার্চ মঙ্গলবার অরুনউদয় হতে অখণ্ড মহানাম শুরু হয়েছে,শ্রীকৃষ্ণ, চৈতন্য সজ্জনেষু মানবের কল্যান কামনায় গ্রাম ও গৃহের মঙ্গলার্থে অত্যন্ত দিনতার সাথে সরকার বাড়ির দিন ভক্তবৃন্দ, জগন্নাথ ধামের আয়োজন করেছে ৮ ষ্ট প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী মহানাম সংকীর্তনের। সবান্ধব আগমনে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে, ভক্তদের জন্য আনন্দবাজারে খাবারের ব্যবস্থা রয়েছে, ৬ ই চৈত্র, ২১ মার্চ বুধবার ঊষা লগ্নে মহানাম সমাপন, কুঞ্জ ভগ্ন নগর কীর্তন ও রাত্রে হরিবাসর,।৭ চৈত্র, ২১ মার্চ বৃহস্পতিবার ঊষালগ্নে শ্রী শ্রী মহা প্রভুর ভোগরাগের ভিতর দিয়ে সমাপ্ত হবে এই মহতি অনুষ্ঠান, নাম পরিবেশন করছে( আদি রামকৃষ্ণ সম্প্রদায়) বাগেরহাট, মংলা।