নিখোঁজ যুবক আমিনুরের লাশ উদ্ধার ও দাপন কার্জ সম্পন্নঃ
শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো চীপঃ
অবশেষে চারদিন পর উদ্ধার হলো বটিয়াঘাটার গাওঘরা এলাকার নিখোঁজ যুবক আমিনুরের লাশ। মঙ্গলবার সকাল ৯ টায় গাওঘরা চরডাঙ্গা এলাকার মৃত লক্ষণ রাহার পরিত্যক্ত একটি ভিটা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ছয় জনকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য,খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ৪ নং সুরখালী ইউনিয়নের গাওঘরা (চরডাংগা) এলাকার আব্দুল মালেক শেখের পুত্র আমিনুর শেখ, গত শুক্রবার রাতে ভদ্রা নদীর পাশে ওয়াপদা সংলগ্ন তার নিজ ঘেরের জমিতে যায়। সেখান থেকে সে বাড়ি না ফেরায় তার পরিবার বিভিন্ন যায়গায় খোজাখুজি করে। এমনকি দু'দিন ধরে তার বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোজাখুজি করে না পেয়ে বটিয়াঘাটা থানায় ভিকটিমের পিতা বাদী হয়ে রবিবার (১৭ এপ্রিল) একটি সাধারন ডায়েরি করে। এ ঘটনায় মঙ্গলবার (১৯ এপ্রিল) থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও পিবিআই এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বটিয়াঘাটা থানার ওসি রিপন কুমার বলেন, আমিনুর শেখ গত ১৫ মার্চ রাতে বাড়ির পাশে নিজের ঘের পাহারা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার বাবা থানায় জিডি করেন।
তিনি আরো বলেন, মঙ্গলবার গাওঘরা(চরডাংগা) গ্রামের একটি বাগানের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় ফোন দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ময়নাতদন্তের জন্য।ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ টি হস্তান্তর করা হয় ২০/৩/২৪ বুধবার জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।