মোঃ সাহেব আলি পাইকগাছা খুলনা প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় নদীতে কুমির বিচারণ করছে। কয়েকদিন ধরে কুমিরটি স্থানীয় মান্নান গাজীর ভেঙ্গে যাওয়া ঘেরের ফাঁড়ির উপর উঠছে। যা দেখতে অনেকেই বিভিন্ন সময় ভীড় জমাচ্ছে। কেউ কেউ দুর থেকে ছবি ধারণ করছে। আলমতলা গ্রামের মোঃ মাসুদ সানা,আব্দুল হাই সানার কাছে জানতে চাইলে তারাও বলেন বহু লোক আসছে ও অনেকেই ছবি তুলে ফেসবুকে ছাড়ছে। তারাও কুমিরটি দেখেছেন । উপজেলার আলমতলা খেয়াঘাট সংলগ্ন শিবসা নদীতে এটা বিচারণ করছে। মাঝে মধ্যে ডাংঙ্গায় উঠছে। এদিকে নদীতে কুমিরের বিচারণে এ নদীতে আতংক ছড়িয়ে পড়েছে। ট্রলার বা নৌকায় যাতায়ত করতে অনেকেই ভীতিগ্রস্ত হয়ে পড়েছে। শনিবার দুপুরে বিষয়টি এলাকায় ব্যাপক জানাজানি হয় তাই সকলে নদীতে মাছ ধরতে গেলে সাবধানতা অবলম্বন করতে হবে।