তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খুলনার ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিশুদের চিত্রাংক, কবিতা আবৃতি, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রোববার বিকেলে ইউপি প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু।শিক্ষক মোঃ শফিকুল আলমের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্যদেন আওয়ামী লীগ নেতা শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার,আবু সাঈদ সরদার,শীলা রাণী মন্ডল,মোশাররফ হোসেন কচি,সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ আমজাদ হোসেন। আরো উপস্হিত ছিলেন ইউপি সদস্য আমজাদ হোসেন ফকির,আসলাম খান,লুৎফর রহমান,দেবাশীষ মন্ডল,শেখ ইকবাল হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারি শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।শেষে দোয়া ও ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়।