খুলনা প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত ঃ
খুলনা নগরীর খালিশপুর থানাধীন ১৫ নং ওয়ার্ডের পালপাড়া এলাকা থেকে কে এমপির একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ফারদিন আহমেদ কৌশিক নামে এক ব্যক্তিকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে।
সূত্রমতে জানা যায় এর আগেও বিভিন্ন গণমাধ্যমে ১৫ নং ওয়ার্ডের পালপাড়া এলাকায় মাদক বিক্রির কথা ও কিশোর গেংয়ের আধিপত্যর কথা উঠে এসেছে। খোঁজ নিয়ে জানা যায় এই মাদক বিক্রেতা কৌশিক খুলনার মোস্ট ওয়ানটেড ( মাদক সম্রাট (আরিফ) এর ভাতিজা, খুলনার মাদক সম্রাট এই আরিফ কিছুদিন আগে কেএমপির অভিযানে একটি বিদেশি অস্ত্র সহ ধরা পড়ে। এই কৌশিকের আপন চাচা আরিফ কে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়,
ছাত্রলীগের নাম ব্যবহার করে এই কৌশিকের মত অনেকেই অপকর্ম চালিয়ে বেড়াচ্ছে, কে বা কাদের ছত্রছায়ায় এরা সংগঠনে ঢুকছে এবং অপকর্ম চালাচ্ছে তা বলা দুষ্কর ।
দলীয় পরিচয় ব্যাবহার করে মাদক বিক্রি অবৈধ অপকর্ম ও কিশোর অপরাধকে ইন্ধনদাতা কারীদের চিহ্নিত করে, এদের বিচারের আয়তায় আনার জোর দাবি জানিয়েছে এলাকাবাসী,
দ্রুত এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না গ্রহণ করলে নষ্ট হবে গোটা যুব সমাজ।