শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো চীপঃ
খুলনা জেলার বটিয়াঘাটা থানার ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের টেংরামারি গ্রামের রতন মন্ডল পিতা- কার্তিক মন্ডল মাদক মামলার একজন পলাতক আসামি। দীর্ঘদিন ধরিয়া গ্রেফতারের ভয় পালাইয়া বেড়াচ্ছে। তাকে পুলিশ খুঁজিয়া গ্রেফতার করতে পারছিল না অদ্য ইংরেজি ১৪ই মার্চ সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের চৌকস বিট অফিসার এসআই মোস্তাফিজুর রহমান তাহার সঙ্গীয় ফোর্স ও এ এস আই সবুজ হাওলাদার সহ টেংরামারি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। অপরদিকে ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বৃত্তি খলিসা বুনিয়া গ্রামের গৌতম রায় পিতা- সত্য রায় কে চেক জালিয়াতির মামলায় যুগ্ন দায়রা জজ দ্বিতীয় আদালত খুলনা এক মাসের সাজা এবং দেড় লক্ষ টাকা জরিমানা নির্ধারণ করিয়া ওয়ারেন্ট জারি করিলে, উক্ত আসামী এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় পালাইয়া জীবন যাপন করিতেছিলো। পুলিশ তাকে গ্রেফতার করতে হিমশিম হচ্ছিল। অদ্য ১৪ই মার্চ বিকাল আনুমানিক সাড়ে পাঁচ ঘটিকার সময় গঙ্গারামপুর ইউনিয়নের চৌকস বিট অফিসার এসআই মোস্তাফিজুর রহমান তাহার সঙ্গীয় চৌকস এ এস আই সবুজ হাওলাদার ও ফোর্স নিয়ে টিম গঙ্গারামপুর বাসির সহযোগিতায় ইজিবাইকের চালক ও যাত্রী সাজিয়া খুলনায় অভিযান পরিচালনা করেন।তখন সোনাডাঙ্গা হইতে আসামি গৌতমকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসআই মোস্তাফিজুর রহমানকে দেখা যায় যে কোন অভিযান পরিচালনা কালে তাহার সঙ্গে এ এস আই সবুজ সংযুক্ত থাকে। যাহার ধারাবাহিকতায় চলতি মাসে একটি এক বছরের সাজা বডি, এক মাসের সাজা বডি এবং ৫০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রেতা কে গ্রেফতার করে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে ও ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার ইত্যাদি কার্যক্রমে টিম গঙ্গারামপুরবাসীর প্রশংসার দাবিদার। তাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে এলাকাবাসী আশা করে।