তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি।।
ব্যাপক উৎসাহ উদ্দীপনা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তি পূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ডুমুরিয়ার পল্লীশ্রী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সমপন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান সমার্থিত প্যানেল বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সকল ৯ থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেলে ৯ প্রার্থী প্রতিদ্বিন্ধিতা করেন। এর মধ্যে শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য পূর্ণ প্যানেল বিজয় হয়েছে। মিহির কান্তি সরকার ১০৩ ভোট,রঞ্জন সরদার ১০১ ভোট,হিমাংশু মহলদার ১০০ ভোট,দেবব্রত বিশ্বাস ৩৩ ভোট ও সংরক্ষিত নারি সদস্য রীতা মন্ডল ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
মোট ১৫২জন ভোটারের মধ্যে ১৩৪ জন ভোটার উপস্থিত হয়ে তারা ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান।
এসময় সহযোগিতায় ছিলেন,প্রধান শিক্ষক সিদ্ধার্থ কুমার মল্লিক ও থানা পুলিশের একটি দল সার্বক্ষণিক ভাবে দায়িত্ব পালন করেন।