মোঃ সাহেব আলী (বিশেষ প্রতিনিধি)পাইকগাছা খুলনাঃ
“মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি পেতে পারেনা “আপনার আমার সহোযোগীয় মায়ের কোলে উঠে স্কুলে যাওয়া শিশু জিহাদ হাঁটতে পারবে৷এজন্য স্থানীয় মাননীয় সংসদ সদস্য ,উপজেলা নির্বাহী অফিসার প্রশাসনিক কর্মকর্তা ,বিত্তবান সহ সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন দিনমজুর পিতা আব্দুল্ল্যা গোলদার ৷যে বয়সে বন্ধুদের সাথে হেঁটে বিদ্যালয়ে যাওয়া পড়ালেখা ,খেলাধূলা , হৈ হুল্লা করে সময় কাটানো ও ঘুরে বেড়ানোর কথা সেই বয়সে শিশুটিকে মায়ের কোলে চড়ে যেতে হয় বিদ্যালয়ে বলছি নোয়াকাটি গ্রামের ৮ বছরের শিশু জিহাদের কথা ৷খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের নোয়াকাটি গ্রামের দিনমজুর পিতা মোঃ আব্দুল্ল্যা গোলদার ও মাতা কুলছুম বেগমের পুত্র জিহাদ ৷হাত পা কালো হয়ে যাওয়ার পর ফুলে যাওয়া বিরল রোগে আক্রান্ত শিশুটি র অর্থাভাবে চিকিৎসা বন্ধ রয়েছে ৷
জিহাদের দিনমুজুর পিতা আব্দুল্ল্যা গোলদার জানান, আমার সন্তান জিহাদ দীর্ঘদিন যাবৎ হাত ও পায়ে কালো দাগ হয়ে যাওয়ার পর ফুলে যায় যার জন্য সে চলাফেরা করতে পারে না স্বাভাবিক অন্য বাচ্ছাদের মত ৷এজন্য ঢাকার পিজি হাসপাতালের চিকিৎসকের শরণাপন্ন হলে কর্তব্যরত চিকিৎসক বলেন সুচিকিৎসায় এ রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে আর এজন্য যত দ্রুত সম্ভব জিহাদকে ভারতে নিয়ে যেতে হবে এবং চিকিৎসা সেবা প্রদান করতে হবে যদি দ্রূততম সময়ের মধ্য চিকিৎসা সেবা না দিলে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আংশকা রয়েছে বলে ডাক্তার জানান ৷তখন কর্তব্যরত চিকিৎসকের কাছে খরচের পরিমান জানতে চাইলে তিনি বলেন সব মিলিয়ে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা মত খরচ হবে ৷খরচের কথা শুনে হতবাক দিনমজুর পিতাএ যেন বিনা মেঘে বজ্রপাত যেখানে নূন আনতে পান্তা ফুরায় সেখানে এত দিয়ে সন্তানকে চিকিৎসা করানো অসম্ভব ৷ আব্দুল্ল্যা গোলদার আরও জানান ,পিতার রেখে যাওয়া মাথা গুঁজার ঠাই হিসাবে বসতভিটা ছাড়া আর কিছুই নেই পরের বাড়িতে কামলা খেটে যা পাই তাই দিয়ে সংসারের ব্যয় নির্বাহ করা যেখানে কঠিন হয়ে পড়ে সেখানে সন্তানের জন্য ঔষধ ক্রয় ,চিকিৎসা খরচ বহন করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে ৷তাই আমার সন্তানকে আপনাদের সন্তান মনে করে আমার সন্তানের চিকিৎসা জন্য যে যেভাবে পারেন অর্থ দিয়ে সহোযোগীতা করবেন ৷
টাকা পাঠানোর মোবাইল নাম্বার শিশুটির দাদ
মোঃহা ফিজুল গোলদার
মোবাঃ০১৯৩১৬৭২৯৬৭(বিকাশ ও নগত)