মোঃ সাহেব আলী বিশেষ প্রতিনিধি পাইকগাছা খুলনা
খুলনা জেলার পাইকগাছায় কলেজ ছাত্রী (১৮) কে অপহরণ করা হয়েছে এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
অভিযোগে জানা যায়, পাইকগাছা উপজেলার খড়িয়া ঢেমসাখালী গ্রামের অনিমেষ মন্ডলের কলেজ পড়ুয়া কন্যা (১৭) বাড়ীর পার্শ্ববর্তী কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী।সে কলেজে যাতায়াত করার সময় দক্ষিণ কুমখালী গ্রামের পঞ্চানন বাওয়ালীর ছেলে তন্ময় বাওয়ালী (২২) প্রায় সময় প্রেম নিবেদন করতো। বিষয়টি তন্ময় এর পরিবার কে জানালে তন্ময় ক্ষিপ্ত হয়। তন্ময় ক্ষিপ্ত হয়ে ১২/৩/২৪ তারিখ সন্ধ্যায় অজ্ঞাতনামা ২ জন কে সাথে নিয়ে খড়িয়া বাসাখালী গ্রামে চিরঞ্জিব রায়ের দোকানের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অনিমেষ মন্ডল বাদী হয়ে তন্ময় মন্ডল কে ১ নং আসামী করে ৪ জনের নামে পাইকগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন। থানার ডিউটি অফিসার এস আই শাহিন জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।