মোঃ এনামুল শেখ বটিয়াঘাটা উপজেলা খুলনা প্রতিনিধিঃ
আসন্ন আগামী উপজেলা পরিষদের নির্বাচনে বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আশীর্বাদ ও দোয়া চেয়েছেন, ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের ৬ ওয়ার্ডের গোন্ধামারী গ্রামের মৃতঃ রবিন্দ্রনাথ মহালদার (গোসাই) এর বড় ছেলে শ্রী নিত্যানন্দ মহালদার (নিতাই) তিনি গোন্ধামারী সার্বজনীন রাধা গোবিন্দ মন্দির ও দূর্গা মন্দিরের প্রতিষ্টাতা কালিন সাবেক সভাপতি, গোন্ধামারী মহালদার বাড়ি সার্বজনীন কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের বটিয়াঘাটা উপজেলা সুযোগ্য সভাপতি,বিশিষ্ট সাংবাদিক, জন দরদী, সৎ ও যোগ্য, অন্যায়ের প্রতিবাদী, গরিব অসহায়ের একমাত্র আশ্রয় স্থল,তিনি নির্বাচীত হলে, ভুমি ধুস্যু ও মাদক ও দালাল মুক্ত বটিয়াঘাটা করার প্রতিশ্রুতি দিয়েছেন, এবং আপনাদের কাছে আশীর্বাদ ও দোয়া চেয়েছেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অংশিদার হিসাবে কাজ করতে চায়, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।