শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো চীপঃ
বটিয়াঘাটা উপজেলায় নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ " এই প্রতিপাদ্য কি নিয়ে খুলনার বটিয়াঘাটা উপজেলা নিজেরা করি ভূমিহীন সংগঠন এর উদ্যোগে শুক্রবার (৮ মার্চ) ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।সকাল সাড়ে ১১ টায় থানার মোড়ে থেকে শোভাযাত্রা বেরহয় উপজেলা পরিষদ চত্বরে আশে। নিজেরা করি অফিস প্রধান আভা রানী রাহার নেতৃত্বে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে পথসভা করেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সাংবাদিক এনায়েত আলী বিস্বাস , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ভগবতি গোলদার, নারী উদ্যোক্তা বিনা রায়,আরতি সরকার, ক্ষিরদ চন্দ্র দাশ,ডাঃ রবিন্দ্র নাথ মন্ডল, ঠাকুর মন্ডল, চিত্রা,
এ সময় বিভিন্ন সুবিধাভোগী, গণমাধ্যমকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।