মোঃ শাহাদাত হোসাইন, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে শরণখোলা উপজেলা প্রশাসন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শরণখোলা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এর পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম ও ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা আওমী লীগের সভাপতি চেয়াম্যান আজমল হোসেন মুক্তা ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন, মুক্তি যোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা ও বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, শরণখোলা থানা পুলিশ এর পক্ষ থেকে অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান ও অন্যান্য পুলিশ কর্মকর্তা বৃন্দ পুস্ত স্তবক অর্পণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাংবাদিক, আওয়ামী লীগ ও সহোযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মোঃ শাহাদাত হোসাইন
বাগেরহাট।