মোঃ শাহাদাত হোসাইন, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলার বর্ষীয়ান রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা মরহুম মোজাম্মেল হোসেন হাওলাদার এর প্রথম মৃত্যু বার্ষিকী আজ। মোজাম্মেল হোসেনে’র বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কারনে তিনি আজও অমর হয়ে আছেন শরণখোলা উপজেলাবাসীর হৃদয়ে। মরহুম মোজাম্মেল হোসেন হাওলাদার ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন। পরবর্তীতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে অংশ নেন এবং সুন্দরবনে বিভিন্ন গেরিলা যুদ্ধ ও নৈহাটি ক্যাম্প ইনচার্জের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সুনাম অর্জন করেছেন এবং বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। জনসেবা করার লক্ষ্যে তিনি ১৯৮৪ সালে ২৭ শে ডিসেম্বর প্রথমবারের মতো সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি সাউথখালী তথা শরণখোলাবাসীর হৃদয়ে জায়গা করে নেন। পরবর্তীতে তিনি ১৯৮৭,১৯৯২,১৯৯৫,২০১১, ২০১৬ এবং ২০২১ সালে ষষ্ঠবারের মতো তিনি সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমেটির সভাপতি ও শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি তার জীবদ্দশায় শরণখোলা উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে সম্মুখ থেকে নেতৃত্ব প্রদান করেছেন। তার এই বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটে ২০২৩ সালের ৭ই মার্চ দুপুরে। এদিন তিনি খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট অ্যাটাকজনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মোঃ শাহাদাত হোসাইন
বাগেরহাট।