শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো চীপঃ
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা বলাবুনিয়া সাইক্লোন সেল্টারে দেশ মাতৃকা ও বিশ্বজনীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায় শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ১৪৩০,২০ শে ফাল্গুন ৪ মার্চ সোমবার শ্রীমদ্ভাগবত পাট ও শুভ অধিবাসের ভিতর দিয়ে শুরু হয় নাম যজ্ঞের সূচনা, ২১ ফাল্গুন ৫ মার্চ মঙ্গলবার ঊষা লগ্ন হইতে অহোরাত্র অখন্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন চলবে ২২ শে ফাল্গুন ৬ মার্চ বুধবার ঊষা লগ্নে মহানাম সমাপন, নগর ভ্রমণ ও কুঞ্জ ভঙ্গ ও মহাপ্রভুর ভোগ নিবেদনের মধ্য দিয়ে সমাপন,, আগত সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা ছিল, আয়োজনে বলাবুনিয়া সকল ভক্তবৃন্দ।
, উক্ত অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।