প্রতিনিধি-আফজাল
সোনারগাঁ, নারায়ণগঞ্জ!
বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ভূমিদস্যুদের রাজত্ব বেড়ে চলছেই! ভূমিদস্যুরা সারা বাংলাদেশে একটা সিন্ডিকেট করে রাখে! এ সিন্ডিকেট ছাড়া জায়গা কেনা যায় না-বিক্রি করা যায় না! অনেক সময় এ সিন্ডিকেটরা মানুষদেরকে ভয়ভীতি দেখিয়ে কম দামে জমি ক্রয় করে নেয়! আবার অনেক সময় দেখা যায়, ভূমির মালিকের কাছ থেকে জমি ক্রয় না করে, খুঁজে খুঁজে বের করে অংশীদারের কাছ থেকে অল্প একটু জমি ক্রয় করে ওই ভূমি মালিককে অনেক হয়রানি করে এবং অনেক হেস্তনেস্তর শিকার হয় ঐ ভূমির মালিক! বর্তমানে সিন্ডিকেটরা কোম্পানিকে জায়গা ক্রয় করে দেওয়ার জন্য, বিশাল কৃষি জমির এরিয়াতে, অল্প অল্প জমি ক্রয় করে সুন্দর করে সাইনবোর্ড লিখে দেয়, এই জমির মালিক অমুক কোম্পানি! এই সাইনবোর্ড দেখে অন্যান্য কৃষকরা আতঙ্কে থাকে, তারপর একটা সময় ঐ সিন্ডিকেটরা অন্যান্য কৃষকদের মারধরের ভয় দেখিয়ে, বায়না সূত্রে ওই জমিগুলা ক্রয় করে নেয়! জমির পুরো টাকা না দিয়েই শুরু করে বালু দিয়ে ভরাট করা এবং ওই ভূমি মালিকরা ভূমির ন্যায্য মূল্য পায়না! সেন্ডিকেটদের বিরুদ্ধে কথা বলার কেউ সাহস দেখায় না! যার কারণে তারা বাধ্য হয়ে কম টাকায় জমি বিক্রি করে দিতে হয়! ভূমিহীন হয়ে পড়ছে অনেক কৃষক, কৃষি জমিও হারাচ্ছ অনেক কৃষক! বর্তমানে অনেক এলাকায় ইটভাটা গড়ে উঠেছে, এদের কাজ হচ্ছে কৃষি জমির উপর দিয়ে গাড়ি নিয়ে, অন্য একটি জমি থেকে মাটি কেটে নিয়ে আসা, পুরো এরিয়াতে একটা জমির মাটি কাটতে গেলে, ১০০টা ক্ষেতের জমির ফসলি নষ্ট করে দেয়! তারপর আস্তে আস্তে ওই এরিয়াটা পুরোই ইট ভাটার মাটি খোরদের দখলে চলে যায়! বর্তমানে মানুষ অসহায় হয়ে পড়েছে, কারণ জমি ক্রয় করতে গেলে ভূমিদস্যুদের সাহায্য নিতে হয়, জমি বিক্রি করতে গেলে ভূমিদস্যুদের সাহায্য নিতে হয়! বাংলাদেশে বেশিরভাগ অঞ্চলে ভূমিদস্যুদের গ্রাস চলতেছে! এই ভূমিদস্যুদের সাথে জড়িত থাকে দেশের গণ্যমান্য ব্যক্তি, প্রভাবশালী ও ক্ষমতাশালী লোকজন! তাদের ভয়ে মানুষজন মুখ খুলতে চায় না! কারণ তাদের কোন বিচার হয় না, সামান্য পরিমাণে বিচার হলেও, পরবর্তীতে ছাড়া পেয়ে, নালিশকৃত ব্যক্তিকে পরবর্তীতে অনেক অত্যাচার করে! তারা টাকা দিয়ে অনেকগুলো উপরের মহল হাতে নিয়ে নেয়! কেউ যদি এ সিন্ডিকেটদের বিরুদ্ধে কথা বলে, তাহলে হয় ক্ষমতা দিয়ে না হয় টাকা দিয়ে তার মুখ বন্ধ করে দেয়! এ ভূমিদস্যুদের কারণে অনেক ফসলের জমি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে! তারই একটি উদাহরণ- সোনারগাঁ ও বন্দর থানাধিন লাউসার, ললাটি, বাগরী, কাজীপাড়া বিস্তীর্ণ এলাকাজুড়ে কৃষি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ইট ভাটার ভূমিখোররা! একসময় উৎপাদন হত ২০০০ হাজার বিঘার জমিতে ধানচাষ! বর্তমানে ভূমিদস্যুদের দখলে রয়েছে এসব জমি! মাটি কাটার ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে!
কৃষকদের ফসলি জমি পুনরুদ্ধারে, হামলা মামলার ভয় দেখিয়ে জমি থেকে বঞ্চিত করার মানুষদের সাহায্যার্থে, সম্মানিত প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি!