মোঃ সাহেব আলী (পাইকগাছা প্রতিনিধি)
খুলনার পাইকগাছায় শুকনো নিমপতা কুড়ানোকে কেন্দ্র করে উভয় পক্ষের এক নারী ও একবৃদ্ধ রক্তাক্ত যখম হয়েছে। তারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। জানা যায় চককাওয়ালী গ্রামের আব্বাস গাজী(৮০)। তার নিমগাছের শুকনো পাতা কুড়াচ্ছিল একই এলাকার নজরুল সরদারের স্ত্রী । পাতা কুড়াতে নিষেধ করায় দু-পক্ষের মধ্যে বাকবিতন্ডা দেখা দেয়। এপর্যায়ে নজরুল সরদার বৃদ্ধ আব্বাস গাজী কাঠ দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত যখম করে দেয় বলে বৃদ্ধের স্ত্রী আখিরণ বিবি জানান। অপরদিকে প্রতিপক্ষ নজরুল সরদার জানান তার স্ত্রীকে লাঠি দিয়ে আব্বাস গাজী বাড়ী মারে যাতে তার মাথা ফেঁটে যায়। এ দেখে আমার পাগল ছেলে ইসমাইল বৃদ্ধের মাথায় আঘাত করে। যাতে তার মাথা ফেঁটে গেছে। সোমবার সকালে চককাওয়ালী গ্রামে আব্বাস গাজীর বাড়ীর সামেন এ ঘটনাটি ঘটে। জখম বৃদ্ধের মাথায় ৯টি ও প্রতিপক্ষ মহিলার মাথায় দুটি সেলাই দেয়া হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা যায়। তারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। রিপোট লেখা পর্যন্ত উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।