পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত -১ আহত, -২
মোঃসাহেব আলি (পাইকগাছা প্রতিনিধি খুলনা)
খুলনার পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় মোছাল সরদার (৫২) নামে এক দিন মজুর মারা গেছেন। তিনি উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের মান্দার সরদারের ছেলে। আহত হয়েছেন একই এলাকা ভ্যানচালক লিটন (৪০),অপর যাত্রী লিয়াকত গাজী( ৪২)। স্থানীয় ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন জানান,সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে পাইকগাছা নির্মাণাধীন কৃষি কলেজের পাশে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
পাইকগাছা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন ভ্যানকে ধাক্কা দিলে ৩ জন আহত হয়। তাদেরকে হাসপাতালে নেয়া হলে মোছাল সরদার মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক শকিলা আফরোজ জানান। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান।